উস্তাযের উপস্থাপনা, বিনয়ী ব্যবহার, যোগাযোগ মাধ্যম, শেখানোর কৌশল, সংক্ষেপে সিলেবাস সাজানো সব কিছু মিলিয়ে কোর্সটি দারুণ এক কম্বিনেশন
আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে বাড়ি হওয়ায় এবং একজন মেয়ে হিসেবে কখনো ভালো উস্তাযের কাছে কুরআন শেখার সুযোগ হয়নি। আমার এখানে যারা পড়ায় তাদের পড়া ই শুদ্ধ হয়না। তাই ইউটিউবে উস্তায সিদ্দিকুর রহমানের ভিডিও দেখে তাজবীদ শিখতাম আর ভাবতাম এরকম একজন উস্তাযের কাছে যদি সরাসরি কুরআন শেখার সৌভাগ্য হতো তাহলে কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ আল্লাহ তা'লা আমার ইচ্ছেটা পূরণ করেছে। ইউটিউবের ভিডিও থেকেই এই কোর্সটির সন্ধান পাই। কোর্স এর ডিটেইলসে যখন দেখলাম উস্তাযকে সরাসরি নিজের পড়া শোনানো যাবে তখন আমি আর দেরি না করে সাথে সাথেই কোর্সে জয়েন্ট করেছি। কেনোনা শিক্ষার জন্য একজন শিক্ষকের ভূমিকাই সব চেয়ে বেশি। উস্তায এতো সুন্দর, সহজ, সাবলীল এবং উচ্ছাসের সাথে পড়া উপস্থাপন করেন মাশা আল্লাহ শিক্ষার্থী হিসেবে পড়ার আগ্রহ আরো দশ গুন বেড়ে যায়। আর প্রত্যক লিসন শেষ করে হোয়াটসঅ্যাপে নিজের পড়া শোনাতে পারছি এবং খুব দ্রুত উস্তায নিজে আমার পড়া শুনে ফিডব্যাক দিচ্ছেন।কোথায় ভুল হচ্ছে তা শুধরে দিচ্ছেন। খুব ভালো লাগছে বিষয়টা। তাছাড়াও কোর্সে জয়েন্ট করে উস্তাযের লিখা "প্রাকটিক্যাল তাজবীদ কুরআন " বইটা ফ্রি পেয়েছি। উস্তাযের উপস্থাপনা, বিনয়ী ব্যবহার, যোগাযোগ মাধ্যম, শেখানোর কৌশল, সংক্ষেপে সিলেবাস সাজানো সব কিছু মিলিয়ে কোর্সটি দারুণ এক কম্বিনেশন। আল্লাহ তা'লা এই টিমের সকলকে উত্তম্ প্রতিদান দান করুক।
Show More